Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খাল ও নদী

বাংলাদেশ নদী মার্তৃকদেশ। খাল ও নদ-নদী এদেশ নব বধুরমত সাজিয়ে তুলেছে অপরূপ রূপে। নদ-নদীর ধারে দাড়াঁলে মনে হয় যেন , পৃথিবীর সব সেীন্দর্য নেমে এসেছে তার কিনারায়। তেমনি আমাদের রাজিবপুর ইউনিয়নটিকে দুই ভাগে বিভক্ত করেছে একটি কাচাঁ মাটিয়া নদী। নদীতে যখন পানি বেড়ে কানায় কানায় ভরে যায় , তখন এই ইউনিয়নের সেীন্দর্য বেড়ে যায় অন্য ইউনিয়নের তুলনায় বহুগুন। এছাড়াও এই ইউনিয়নে রয়েছে অনেক ছোট-খাট খাল ও বিল।